আবদুল গাফফার সুমন/ মনোহরগঞ্জ :
উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকা বিষয়ক এক সমন্বয় সভা মঙ্গলবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিষয়ক এ বার্তা সাধারন মানুষের কাছে পৌছে দিতে এ সমন্বয় সভার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহরিয়ার ইনাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহী, লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, মনোহরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবি দাস, মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুল আলম বাচ্চু, মনোহরগঞ্জ তানযিমূল মিল্লাত মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মাও. মহিউদ্দিন প্রমুখ।
এ সময় প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।