শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

তদন্ত ছাড়া চিকিৎসককে গ্রেপ্তার না করার অনুরোধ বিপিএইচসিডিওএ’র

  • আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৮ দেখেছেন :

অনলাইন ডেক্স 

ভুল চিকিৎসা ও অবহেলায় চিকিৎসক বা হাসপাতালে মালিকদের বিরুদ্ধে গণহারে মামলা বা গ্রেপ্তার না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) সাধারণ সম্পাদক ও ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।

শনিবার রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. এ এম শামীম বলেন, ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে অনুরোধ করছি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে। তিনি এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। সেবা দিতে গেলে কিছু অভিযোগ থাকবে। তবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিলে আমার কোনো আপত্তি নেই। 

তিনি আরও বলেন, ডিজিটাল ডাটাবেজ তৈরি করবো। সেখানে সব হাসপাতাল মালিকদের সব তথ্য থাকবে। আমাদের ২৬০০ সদস্য রয়েছে। আমরা ৩ থেকে চার হাজার সদস্য তৈরি করব। নিবন্ধিত হাসপাতাল ছাড়া আমাদের সদস্য হতে পারবে না। নিম্নমানের, নিয়ম না মানা প্রতিষ্ঠানকে আমারা সদস্য করব না। 

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’ সদস্য ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।

অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় আমন্ত্রিত অতিথিদের আগমনের মাধ্যমে কার্যক্রম শুরু  হয়। এরপর পতাকা উত্তোলন, স্টল উদ্বোধন, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠাতা ও মালিকরা নতুন নেতৃত্বকে স্বাগত জানান এবং খাতটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz