
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়ার অপসারণ ও ফাঁসির দাবিতে রোববার উত্তাল হয়ে ওঠে ভানী এলাকা। দুপুরে কয়েক শত নারী-পুরুষ বিক্ষোভ ও মানববন্ধন করেন, আর বিকেলে ইউনিয়ন পরিষদের মেম্বাররা দাখিল করেন অনাস্থা প্রস্তাব।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি। প্রায় চার মাস কারাবাসের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাদের অভিযোগ, হত্যার মামলায় জামিনে মুক্ত হয়ে চেয়ারম্যান জালাল উদ্দিন এলাকায় আবারও ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছেন। মানববন্ধনে বক্তব্য দেন ভানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, অধ্যাপক মো. রুহুল আমিন, মনিরুজ্জামান ফরাজী-সহ অনেকে।
একই দিনে বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের আটজন মেম্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।
“চেয়ারম্যান জালাল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পরিষদে একনায়কতন্ত্র কায়েম করেছেন। এলাকার উন্নয়ন না করে বরাদ্দকৃত টাকা নিজের পকেটে ভরেছেন। হত্যা মামলায় জড়িত থাকার পরও জামিনে এসে পুনরায় দাপট দেখাচ্ছেন। তাই আমরা তার অপসারণ চেয়ে ইউএনওর কাছে আবেদন করেছি।”
অনাস্থা প্রদানকারী মেম্বাররা হলেন—মনিরুল ইসলাম, জালাল উদ্দিন, আবদুল হাকিম, বিল্লাল হোসেন, ফয়জন নেছা, গিয়াস উদ্দিন, শফিকুল ইসলাম ও মো. নজরুল ইসলাম। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম প্রশিক্ষণে থাকার কারণে বিস্তারিত বলতে পারেননি। তবে অনাস্থা প্রস্তাবের বিষয়ে একজন মেম্বার তাকে ফোনে জানিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। এ বিষয়ে চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।