মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

পাকিস্তানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ দেখেছেন :

অনলাইন ডেক্স 

বাংলাদেশ ২:০ পাকিস্তান

সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের ২ গোলের একটি করেন অধিনায়ক নাজমুল হুদা, আরেকটি অপু রহমান।

একই মাঠে আজই রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

আজ প্রথমার্ধে এক মিনিটের ব্যবধানেই ২ গোল করেছে বাংলাদেশ। ওই এক মিনিটেই যেন লন্ডভন্ড পাকিস্তান। ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাত ফসকানো বল সহজেই জালে জড়ান নাজমুল হুদা।  এক মিনিট পর ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকার মুখে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। দ্রুত ২ গোল খেয়ে রক্ষণভাগে পাহারা বাড়ায় পাকিস্তান। বাংলাদেশ অবশ্য আক্রমণের গতি কমায়নি।

বিরতির পরও নিয়মিত সুযোগ তৈরি করে। ৪৯ মিনিটে রিফাত কাজীর শট কোনোমতে বাইরে ঠেলে দেন পাকিস্তান গোলকিপার রাজ্জাক, কর্নার পায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুলের নেওয়া সেই কর্নার রুখে দেন পাকিস্তানের ডিফেন্ডাররা। ৬৪ মিনিটে নাজমুলের বাড়ানো বলে পা ছোঁয়াতে পারলেই গোল হতো। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের মাহিন মিয়া।

ম্যাচ থেকে ছিটকে পড়া পাকিস্তান দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশলে খেললেও সুযোগের সন্ধানেই ছিল। ৫৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডাররা অনেকটা ওপরে উঠে খেলার সুযোগে ফাঁকা জায়গা পেয়ে যান পাকিস্তানের মুহাম্মদ আবদুল্লাহ। তাঁর শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আলিফ রহমান।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে বাংলাদেশ। গ্রুপ পর্বের নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে নাম লেখায় গোলাম রব্বানীর দল। ছেলেদের সাফ অনূর্ধ্ব–১৭ পর্যায়ে এবারের আগে চারবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছে দুবার (২০১৫ ও ২০১৮)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz