মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড়

  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

প্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ৯টি সোনা, ৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ মেডেল জিতেছেন কুমিল্লার ২২ খেলোয়াড়। এসকেআইএফ বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৭৫টি ক্লাবের এক হাজার ৪০০ জন সদস্য এবং ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকার ৮টি ব্লাবের ৮০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোর্শেদ হোসেন খান ও বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা কাতা ও কুমিতে ৯টি সোনা জিতেছেন। তারা হলেন- আবিদ পাটোয়ারী (কুমিতে), আদেল আরাফাত তাহমিদ (কুমিতে), রিহান মুনতাসীর (কাতা ও কুমিতে), তাইয়েবা ইসলাম সিজদা (কুমিতে), ফারিয়া সুলতানা রিনি (কাতা ও কুমিতে), সাইয়েদ হাসান আয়ান  (কুমিতে) ও যাহারা যানি রাশা (কাতা)।
রৌপ্য জিতা ৫ খেলোয়াড়ারের মধ্যে রয়েছে- তাসপিয়া তাবাসসুম (কাতা), তাইয়েবা আলম সিজদা (কাতা), আবিদ পাটোয়ারী (কাতা), আদেল আরাফাত তাহমিদ (কাতা) ও ওসমান গনি রাহি (কাতা)।
কাতা ও কুমিতে ব্রোঞ্জ পদক পাওয়া খেলোয়াড়রা হলেন- ফাইজান আহমেদ চৌধুরী তোহা (কুমিতে), তাসপিয়া তাবাসসুম (কুমিতে), সাইয়েদ হাসান আয়ান (কাতা), হোসাইন আহম্মেদ রাফি (কুমিতে ও কাতা), ওসমান গনি রাহি (কুমিতে), নওরিদ ইসলাম (কুমিতে), মেহেরুন সুলতানা ইমি (কুমিতে), শাহরিয়ার আলম নূর (কুমিতে), জালাল উদ্দিন আকবর (কুমিতে) ও মুনতাসির আলম ভূইয়া মহিম (কুমিতে)।
সোনা, রৌপ্য ও তামা পদক জেতায় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মামুন হুদা মামুন, কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রকিব ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনে প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক কারাতে রেফারি ও কোচ এস ইসলাম শুভ বলেন, আমাদের প্রশিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা প্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও তামাসহ ২২টি পদক লাভ করেছে। আগামীতে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছি।
কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মামুন হুদা মামুন বলেন, জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুমিল্লার ছেলে-মেয়েরা যে পদক অর্জন করেছে নিঃসন্দেহে এটি অনেক গৌরবের। সোনা, রৌপ্য ও তামা পদক পেয়ে কেবল তারা সম্মানিত হননি বরং গোটা কুমিল্লাবাসী সম্মানিত হয়েছে। ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনের মধ্য দিয়ে কুমিল্লা তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা করছি।
কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মামুন হুদা মামুন বলেন, জাতীয় কারাতে প্রতিযোগিতা অংশগ্রহণ করে কুমিল্লার ছেলে মেয়েরা যে পদক অর্জন করেছে নিঃসন্দেহে এটি অনেক গৌরবের। সোনা, রৌপ্য ও তামা পদক পেয়ে কেবল তারা সম্মানীত হননি বরং গোটা কুমিল্লাবাসীকে সম্মানীত করেছে। এরআগেও গত ২৫ আগস্ট রাজধানীতে আয়োজিত নবম সিতোরিউ ওপেন কারাতে দো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে এই ক্লাব থেকে ১৫টি সোনা, ১৭টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ মেডেল জিতেছেন ২৫ খেলোয়াড়। আগামীতে আন্তর্জাতিক অঙ্গনেও পদক অর্জনের মাধ্য দিয়ে কুমিল্লা তথা বাংলাদের মুখ উজ্জল করবে কুমিল্লার সন্তানরা, এমনটাই প্রত্যাশা কামনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz