কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার যাত্রী একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কাভার্ডভ্যান চালক মো. আরিফ হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী সদর থানাধীন ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক আরিফ হোসেন নিজের মোবাইল ফোন বন্ধ রেখে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে কুমিল্লায় আনা হয়। গ্রেপ্তারকৃত আরিফ নোয়াখালী জেলার সুধারাম থানার চন্দ্র ভল্লব গ্রামের নূর হোসেনের ছেলে।
এর আগে গত ২২ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ইউটার্নে উল্টো পথে আসা একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারের উপর উল্টে পড়লে দুর্ঘটনায় প্রাণ হারান জেলার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) এবং দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।
রাতে ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনার দিন সদর দক্ষিণ থানায় সড়ক পরিবহন আইনে নিহতের পরিবার মামলা দায়ের করে। মামলার তদন্তে আমরা জানতে পারি দুর্ঘটনার সময় কাভার্ডভ্যান (চট্ট মেট্টো-ঢ-৮১-১৪৪৩) চালক আরিফ হোসেন গাড়িটি চালাচ্ছিলেন।
গোপনসূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই গাড়িটি চালাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।