বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উদযাপন করে কুমিল্লা উত্তর জেলা মহিলা দল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে জেলার চান্দিনা পৌর এলাকায় আলোচনা সভা ও চট্টগ্রাম মহাসড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি হয়। এতে কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার মহিলা দলের নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ করেন।

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সেলিম ভুঁইয়া বলেন, আজকে আমাদের দেশের মেয়েরা এগিয়ে। দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার হতে হবে।

কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এফএম তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা শিরিন ও সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার হাসান প্রমুখ।

কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বলেন, মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মূল দল বিএনপির পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়। দেশের সকল দুঃসময়ে নারীরা পিছিয়ে নেই, রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রাখছে নারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz