বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

চাঁদাবাজির নিউজ করায় কুমিল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় কুমিল্লায় সাংবাদিকের নামে মামলা করেছে এক যুবদল নেতা। ওই সাংবাদিকের নাম এম হাসান। তিনি আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি।
মামলাটি দায়ের করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহাবুল আলী রাশেদ। সে  আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের ছোট ভাই।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি কুমিল্লার সাংবাদিক মহলে জানাজানি হয়। এরআগে গত মাসের ১০ আগস্ট কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। এ মামলার খবর প্রকাশিত হওয়ার পরপরই কুমিল্লার সাংবাদিক মহল ও সচেতন সমাজে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
জানা গেছে, আমার দেশে পত্রিকায় গত ৩ আগস্ট ‘বিএনপি নেতাদের মাসোহারা দিয়ে বেপরোয়া চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদে ক্ষিপ্ত হয় মামলার বাদি কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহাবুল আলম রাশেদ। এদিকে চাঁদাবাজির শিকার ভুক্তভোগীদের কয়েকটি অডিও রেকর্ড আমার দেশ পত্রিকার প্রতিনিধির কাছে রয়েছে।
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামূল হক ফারুক বলেন, কোন নিউজের বিষয়ে উনার আপত্তি থাকলে উনি প্রতিবাদ লিপি দিতে পারে। উনি যে হয়রানিমুলক মামলা দায়ের করেছে এজন্য আমি কুমিল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।
কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী বলেন, সাংবাদিকের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা এটা আরো একটা অপরাধ। মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করা যাবে না।
সুশাসনের জন্য নাগরিক সুজন কুমিল্লার সভাপতি শাহ আলমগীর খাঁন বলেন, সংবাদকর্মী সংবাদ প্রকাশ করার পর যদি তার বিরুদ্ধে হয়রানি মূলক আচরণ করা হয় । আইনগত ব্যবস্থা নিয়ে হয়রানি করা হয় এটা ঠিক নয়। এটা সমাজ এবং প্রশাসনকে নজর দেওয়া উচিত । আমি অনুরোধ করব যারা যেই দলই করুক তাদের আরো সচেতন হওয়া উচিত।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz