মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

দেবিদ্বারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি নেতা লিটন’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি 

  • আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ দেখেছেন :

দেবিদ্বারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ইসহাক খাঁন (কুমিল্লা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান লিটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ও ইউসুফ মিয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল নিয়ামত সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল মোল্লা, পৌর যুবদল নেতা সাইফুল ইসলাম সফিউল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রুবেল, যুবদল নেতা শাহিন সরকার, ডা. ইমন, সাদেক ভূইয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাদি, ছাত্রদল নেতা আলাউদ্দিন ইউনিয়ন বিএনপি নেতা মাকসুদ আলম, তুহিন খন্দকার, জামাল ভূইয়া, সেলিম মাষ্টার, হাজী শহিদুল্লাহ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, বর্তমান সরকারের দমন-নিপীড়ন, গণগ্রেপ্তার ও রাজনৈতিক হয়রানির মধ্যেও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে অটল রয়েছে।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz