শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সম্মানে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা উচিৎ; বুলু

  • আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫ দেখেছেন :

সংবাদদাতা, বরুড়া 

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ড. ইউনুসকে যখন ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে ৪০ মিনিট বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে শুধু ড. ইউনুসকে নিয়েই পক্ষেই কথা বলেছিলেন বেগম জিয়া। তিনি (খালেদা জিয়া) ইচ্ছা পোষণ করেছেন যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে তিনি নির্বাচন করবেন। তাই প্রধান উপদেষ্টার উচিৎ খা খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শনে ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা।

শনিবার (১৬ আগষ্ট) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, সংস্কারের নাম করে অনেক রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায়। যারা নির্বাচন বিলম্বিত করতে চান তাদের বলতে চাই- নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশী বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না।  মব সন্ত্রাস করে যে মানুষ হত্যা চলছে তাও বন্ধ করা যাবে না। সুতরাং  প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উচিত খালেদ জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তাঁর প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা।                                                                          

বুলু বলেন,  শেখ হাসিনার বাংলাদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে।  বিএনপি নির্বাচিত হলেই এইসব পাচার হওয়া টাকা আবার বাংলাদেশে ফেরত আনা হবে। যে কারণেই একটি সুষ্ঠ নির্বাচন দ্রুত প্রয়োজন।     

তিনি আরও বলেন, সেদিন সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। হাসিনা চেয়েছিল, যেন সেনাবাহিনীর গুলিতে এদেশের আপামর জনতা রক্তাক্ত হয়। কিন্তু আমাদের গর্বের সেনাবাহিনী সেটা হতে দেয়নি। সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো, তাহলে সেদিন লাখ লাখ মানুষের মৃত্যু হতো। যার কারণেই ফ্যাসিস্ট হাসিনা তার নিজের মাতৃভূমিতে ফিরে গেছে।

এসময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম ,কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম,জেলা বিএনপির সদস‌্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz