শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

চান্দিনায় এতবারপুর ইউনিয়ন বিএনপি’র ৩১ দফা কর্মশালা

  • আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬ দেখেছেন :

রকিব উদ্দিন ভূইয়া তুহিন, চান্দিনা

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার চান্দিনা উপজেলার ৭নং এতবারপুর ইউনিয়ন বিএনপি’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ওই ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজনে মধুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতবারপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রমিজ উদ্দিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন।

চান্দিনা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. ফজলুল ছাত্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, সহ-সভাপতি শাহজাহান সরকার কাউন্সিলর, চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মানিক মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মেম্বার, সহ সাধারণ সম্পাদক মো. ছফিউল্লাহ, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া জামাল, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মবিন মেম্বার, বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার, বিএনপি নেতা ইয়াছিন, ইউনিয়ন যুবদল সভাপতি খন্দকার মহিউদ্দিন আহমেদ, বিএনপি নেতা ইয়াসিন, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোতালেব হোসেন দয়াল, উপজেলা ছাত্রদল সভাপতি শরীফ খান, ইউনিয়ন ছাত্রদল সভাপতি তারেক খাঁন, ওয়ার্ড যুবদল সভাপতি ডা. খন্দকার মহিউদ্দিন প্রমুখ।

কর্মশালা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz