শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট সময়

  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১ দেখেছেন :

অনলাইন ডেক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। একইসঙ্গে শিক্ষার্থীদের খাতা আলাদাভাবে সিলগালা করতে বলা হয়েছে। তবে এসব সুবিধা পাওয়ার জন্য আগে থেকেই জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই অতিরিক্ত সময় সুবিধা দেয়া হবে। তবে এজন্য পরীক্ষার্থীর সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত বৈধ প্রতিবন্ধী সনদ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে দুই কর্মদিবস আগে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য-প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি-পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

এছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালা সীল করে অনার্স প্রথম বর্ষের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সামাদের কাছে পাঠাতে হবে।

এক্ষেত্রে ঠিকানা দিতে হবে- জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪। আর প্যাকেটের গায়ে লাল কালিতে ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লিখে দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz