শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার

  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১ দেখেছেন :

অনলাইন ডেক্স ||

দেশে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে আমরা অবশ্যই মনিটর করছি। তারা দেশের বাইরে থেকে এমন কার্যকলাপ করে আমাদের এখানে অস্থিতিশীলতা তৈরি করতে চায়– আমরা অবশ্যই এটা মনিটর করছি, আমরা দেখছি। এ বিষয়ে আরও যথাযথ তথ্য সংগ্রহ করার পর আপনাদের জানাতে পারব।’

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব।

কলকাতায় আওয়ামী লীগ অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে বলে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে একজন সাংবাদিক প্রশ্ন করলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারা যদি কোনো কার্যক্রম পরিচালনা করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের জন্য বডি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের ১০ হাজার বডি ক্যামেরা রয়েছে। আরও ৪০ হাজার সংগ্রহের চেষ্টা চলছে। ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে অন্তত একটি ক্যামেরা যাতে থাকে সে চেষ্টা করা হচ্ছে। দূর থেকেও এ ক্যামেরাগুলোর মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz