মো: ইসহাক খাঁন, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে রাজামেহার ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রব সরকারের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় রাজামেহার ইউনিয়নের চাটুলী তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় চার শতাধিক গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মেহেদী হাসান সরকার, আব্দুল লতিফ পাঠান, মো. জহিরুল ইসলাম, মো. ইমরান, আহতের পরিবারের সদস্য রিনা আক্তার ও সাহিদা আক্তার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিগত ১৫ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা খাইরুল, রুবেল, আলী আহম্মদ ও শামীম বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছে। তাদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হলেও তাদের সন্ত্রাসীরা এখনো ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে বলে অভিযোগ করেন তারা।
উল্লেখ্য, গত ৬ আগস্ট রাত ৮টার দিকে চাটুলী দক্ষিণপাড়া তিন রাস্তার মোড়ে বিএনপির প্রবীণ নেতা আব্দুর রবের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয় সফিউল্লাহ সরকার দেবিদ্বার থানায় খাইরুল, রুবেল, আলী আহম্মদ, শামীমসহ অজ্ঞাত ১২ জনের নামে মামলা দায়ের করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “এই ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরার জন্য অভিযান চলছে। আসামিদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।”
মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।