মো: ইসহাক খাঁন
কুমিল্লার দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র
বার্ষিকক্রীড়া, সাংস্কৃতিক পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র প্রতিষ্ঠাতা মোঃ তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসনাত খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক ও উপাধ্যক্ষ মোঃ ময়নাল হোসেন মনির, নির্বাহী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: জামাল উদ্দিন দুলাল, মোঃ মিজানুর রহমান, রাশিদুল মনির খান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ জামাল হোসেন সরকার, মো: নুরুল ইসলাম, হামিদা রহমান, অভিভাবক মো : জাহিদ হাসান শ্যামল সহ আরো অনেকে প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।