সংবাদদাতা, সদর দক্ষিণ
ল্লা -১০ সংসদীয় আসন ভেঙ্গে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এবং সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। বুধবার
(৬ আগষ্ট) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। সদর দক্ষিণ উপজেলা বিএনপির , মহানগর দক্ষিণ থানা বিএনপি ও লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এতে প্রায় এক ঘন্টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় ।
কুমিল্লা-১০ সংসদীয় আসনের সদর দক্ষিণ উপজেলাকে (কুমিল্লা-১১) চৌদ্দগ্রাম উপজেলার এবং লালমাই উপজেলাকে লাকসামের সাথে যুক্ত করায় প্রতিবাদ জানানো হয়। কুমিল্লা মহানগর দক্ষিণের নয় ওয়ার্ড এবং সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা নিয়ে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের জোর দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রস্তাবিত
আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। বিক্ষোভকারী বিএনপি নেতাকর্মীদের দাবি, বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ এলাকা নিয়ে সাবেক কুমিল্লা-৯ আসনটি ফিরিয়ে দেওয়া হোক। যদি আসন ফিরিয়ে দেওয়া না হয় তাহলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও রেলপথ অচল করে দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আখতার হোসাইন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহিরুল হক চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল মজুমদার, মহানগর দক্ষিণ থানা বিএনপি আহবায়ক মোহাম্মদ হানিফ, লালমাই উপজেলা বিএনপি আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।
এর আগে নির্বাচন কমিশনের প্রকাশিত
খসড়া অনুযায়ী, কুমিল্লা-১০ আসনের সদর দক্ষিণ উপজেলাকে চৌদ্দগ্রামের সাথে, লালমাই উপজেলাকে লাকসাম উপজেলার সাথে এবং নাংগলকোট উপজেলাকে মনোহরগঞ্জের সাথে যুক্ত করা হয়ে
।