শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬ দেখেছেন :

সাইফুল ইসলাম৷ , নাঙ্গলকোট

নাঙ্গলকোটে চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলাউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতে স্বজন ও এলাকাবাসী।

বুধবার (৬ আগস্ট) সকালে বক্সগঞ্জ বাজারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ মানুষ অংশগ্রহণ করেন৷ বক্তারা আলাউদ্দিন মেম্বার হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষে ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, আলাউদ্দিন মেম্বার হত্যাকান্ডের দিন থেকে প্রশাসন দৃশ্যমান কোনো ভূমিকা রাখেনি। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করলে থানা ঘেরাও করার আল্টিমেটাম

জানা গেছে, হত্যাকান্ডের ঘটনায় নিহত ছেলে জোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে গত সোমবার রাতে ১৫ জনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ আলিয়ারা গ্রামে চাচাতো ভাইয়ের জানাজা শেষে একই গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে গত ৩ আগস্ট রবিবার দুপুর পৌনে ১টার দিকে বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আলাউদ্দিনকে (৫৫) সিএনজি অটোরিক্সায় করে তুলে নিয়ে চলন্ত গাড়ীতে মাথায় গুলি করে হত্যা করে । নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম সুরুজ মিয়ার ছেলে।  নিহত আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবৎ আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৩ জুন নিহত আলাউদ্দিন মেম্বারের ভাই খায়ের আহম্মদ মেম্বারের গরু রশি ছিঁড়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে নিহত আলাউদ্দিন মেম্বার গ্রুপের সাথে শেখ ফরিদ এবং সালেহ আহাম্মদ মেম্বার গ্রুপের পুনরায় দফায়-দফায় সংঘর্ষ, হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের মধ্যে ৯টি মামলা হয়। 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, আলাউদ্দিন মেম্বার হত্যাকান্ডের ঘটনায় নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা-সহ ২৫জনকে আসামী করে থানায় মলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz