কুমিল্লা কন্ঠ ডেক্স ||
২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী রাজত্বের পতন ঘটে। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পালাবদলের ঘটনা।
এদিকে দিনটাকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘ সেই স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘৩৬শে জুলাই (৫ই আগস্ট) রাজা লক্ষণ সেন এর ৮১৮ বছর পর বিশ্ব ঘৃণীত ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের মধ্যে দিয়ে সফল জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে অভিনন্দন। সকল জুলাই শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা, আহত সকল যোদ্ধার দ্রুত সুস্থতা কামনা করি।
জুলাই বিপ্লবের রেমিট্যান্স যোদ্ধাদের সময়োপযোগী সাহসী অবদানের জন্য স্যালুট। অদম্য ছাত্র, জনতা, শ্রমিক, শিক্ষক, সিপাহি, শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী, প্রত্যেক বাবা মা, সর্বস্তরের পেশাজীবী এবং (ফ্যাসিস্টের দোসর ব্যতীত) প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিপ্লবী অভিনন্দন।’
এছাড়া আসিফ লিখেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অসামান্য প্রতিরোধ এবং বীরত্বের জন্য জাতি তাদের কাছে ঋণী। পতিত ফ্যাসিস্ট এবং তাদের অনুশোচনাহীন অন্ধ অসভ্য অনুসারীদের জন্ম আর মৃত্যু হোক কমেন্ট বক্সের ডাস্টবিনে।
গুম খুন হত্যাকারী অত্যাচারী লুটেরা চাটার দলের এই নিকৃষ্ট গোষ্ঠী নিক্ষিপ্ত হউক ইতিহাসের আস্তাকুঁড়ে। ফ্যাসিস্ট মুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশে স্বপ্ন সফল হোক, জুলাই বিপ্লব দীর্ঘজীবী হউক। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।’
প্রসঙ্গত, আসিফ আকবর ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।