শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

২৪-এর স্বাধীনতা রক্ষা করতে আমরা জীবন দিতে প্রস্তুত: মামুনুল হক

  • আপডেট সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪ দেখেছেন :

অনলাইন ডেক্স

আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্ত কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। কেউ যদি ২০২৪-এর এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায়, আমরা জীবন দিয়ে তা রক্ষা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আজ জুলাই বিপ্লব দিবসে মঙ্গলবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিজয় র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০২৪ এর জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইবও শহীদ হয়। ইসলামপন্থীদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব। গণঅভ্যুত্থান দিবস-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে বিজয় র‌্যালি পালিত হয়। সর্ববৃহৎ আয়োজন হয় রাজধানী ঢাকায়।

ঢাকা মহানগর: ঢাকা মহানগরের আয়োজনে শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী। র‌্যালিপূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, সরকার পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে বহু আগেই তার নিরপেক্ষতা হারিয়েছে। একটি টেকসই রাষ্ট্রীয় কাঠামোর জন্য আমরা মৌলিক রাজনৈতিক সংস্কার ব্যতীত কোনো নির্বাচন মেনে নেব না। মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আজ ৫ আগস্টে আমরা শপথ করছি আমরা বেঁচে থাকতে খুনি হাসিনার আওয়ামী লীগকে এই মাটিতে পুনর্বাসিত হতে দেব না ইনশাআল্লাহ। গণতন্ত্র ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদুল আলম সিদ্দিক ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালি-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের মাওলানা আতিকুল্লাহ, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা ইমদাদ আশরাফ, মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, মাওলানা রিজওয়ান হুসাইন, মাওলানা এমদাদ বিন সায়েনুদ্দীন, মাওলানা আবু হানিফ নোমান। ঢাকা মহানগর উত্তরের মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আবুল কাশেম মিয়াজী, নেয়ামতুল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ কাসেমীসহ নেতৃবৃন্দ। সমাবেশ-পরবর্তী র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকার রাজপথে এক জাগরণী পরিবেশ সৃষ্টি হয়। দেশব্যাপী বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত: ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য জেলা ও মহানগরগুলোতেও কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজয় র‌্যালি পালিত হয়। উল্লেখযোগ্য শাখাগুলোর মধ্যে রয়েছে-সিলেট জেলা ও মহানগর, চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে চাষাড়া কেন্দ্রীয় ঈদগাহ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz