সংবাদদাতা, বরুড়ায়
৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট খুনী হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার বরুড়া আনন্দ র্যালি ও বিজয় উৎসব হয়েছে।
৫ আগস্ট সকালে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বরুড়া উপজেলা সদরে এ র্যালি ও উৎসব হয়। এর নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল বরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের আসেন। এসময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনে হাজার হাজার নেতাকর্মী দেখা গেছে। আনন্দ র্যালি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়। কলেজ রোড, জিরো পয়েন্ট ও হাসপাতাল সড়ক হয়ে আবার জিরো পয়েন্টে আসেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, আজ ফ্যাসিস্ট সরকারের পতনের ১ বছর। এখানে হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতি প্রমাণ করে বরুড়া উপজেলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি। রুদ্রবৃষ্টি কোনো কিছুই আপনাদের দমাতে পারেনি। দল যদি শক্তিশালী হয়, ব্যক্তি হিসেবে আপনিও শক্তিশালী হবেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন,
পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির পাটোয়ারী, শাহ আলম, মোয়াজ্জেম হোসেন কল্লোল, নুরুল ইসলাম নূরু, আবদুল হক প্রমুখ।