মো: ইসহাক খাঁন
গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫আগষ্ট দুপুর ১২টায় দেবিদ্বার হাইস্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহামেদ ভিপি মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম পাঠান।
এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. ইমরান হাসান, জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির নিজামী ও সদস্য সচিব দেলোয়ার হোসেন, পৌর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও কৃষক দলের আহ্বায়ক খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ কাউছার আহমেদ মোল্লা, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা জাসাসের আহ্বায়ক এমরান হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ ও সদস্য সচিব আবুল হাসেম মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শুভ হাজারী এবং কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাদেক হোসেন মাহিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতৃত্বে অচিরেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং এই আন্দোলন সফল হবে জনগণের বিজয়ের মাধ্যমে।