আকতার হোসেন (রবিন), কুমিল্লা উত্তর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কুমিটিতে সাবেক ছাত্রনেতা আবু বক্কর ছিদ্দিককে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েম সরকার বাবু ও আব্দুস সামাদ’কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৫ আগষ্ট এ কমিটি অনুমোদন করেছেন কুমিল্লা (উত্তর ) জেলা জাসাসের আহ্বায়ক মো: কামাল পারভেজ ডালিম ও সদস্য সচিব এস এম মিজান। আহবায়ক কমিটিতে ২৪ জন যুগ্ম আহবায়ক ও ৪৫ জন সদস্য নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ মুরাদনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
আহবায়ক কমিটি ঘোষণার পর নবনির্বাচিত আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক বলেন, “আমরা সাংগঠনিকভাবে জাসাসকে আরও শক্তিশালী করতে কাজ করব। সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ তরুণদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ ভুমিকা পালন করবো এবং মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি মুরাদনগর উপজেলার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই কমিটি নিরলসভাবে কাজ করবে।