শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

পরীমনির নতুন প্রেম? প্রেমিক কে

  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০ দেখেছেন :

অনলাইন ডেক্স

মাঝের সময়ে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা যায় দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনির। এই গায়ককে পরীমনির মামলায় জামিনদার হতেও দেখা যায়। কয়েক মাস পর এ–ও শোনা যায়, পরীমনির সঙ্গে সাদীর সেই প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তাঁরা দুজন আর কোনো প্রেমের সম্পর্কে নেই। ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলে পুণ্যর জন্মদিনের আয়োজনে গায়ক সাদীকে দেখে অনেকে অবাক হয়েছেন। তাহলে কি পরীমনি ও সাদীর প্রেমের সম্পর্ক আবার জোড়া লেগেছে—এমন কানাঘুষাও শোনা গেছে। এ নিয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি।

 

আগস্টের শেষ সপ্তাহে এসে যেন প্রেমের গুঞ্জন উসকে দিলেন পরীমনি। সানগ্লাস পরিহিত একটি স্থিরচিত্র ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখার পর এই গুঞ্জন ডালপালা মেলেছে। পরীমনি সানগ্লাস পরা স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।’

পরীমনির এমন পোস্টের পর সবাই জানতে চেয়েছেন, ‘কে সে?’ কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’ কেউবা লিখেছেন এমন, ‘ভালোবাসাই শক্তি।’ পরীমনির এমন পোস্টে ভক্তদের কেউ আবার কষ্ট পেয়ে লিখেছেন, ‘আমার ভালোবাসা, যখন তোমাকে দেখি, তখন আমার অন্তর পুড়ে যায়।’ আবার কেউ লিখেছেন, ‘সাদী আউট, নিউ ইন।’ তবে যিনি যা–ই বলুন, এসবে একদম নির্বিকার পরীমনি। তিনি কারও কাছে কোনো যুক্তি খণ্ডাতে যাননি।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা স্থিরচিত্রে দেখা গেছে, এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে পরী। রোদ থেকে বাঁচতে চোখে পরেছেন কালো সানগ্লাস।

প্রেমের সম্পর্কে জড়ানো চিত্রনায়িকা পরীমনির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এই সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা। প্রেমিকসহ কাছের কয়েকজনকে নিয়ে যখন খুশি ঘুরতে বেরিয়ে পড়েন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমনি। বছরের শুরুর দিকে কয়েক মাস ধরে ঢালিউডের আলোচিত এই চিত্রনায়িকার সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। তাঁদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ তেমনটাই জানান দেয়।

পরীমনি তাঁর খেয়ালখুশিতে চলেন। তাঁর এই যেমন খুশি তেমন চলাটা ফেসবুক ওয়ালে চোখ রাখলেই বোঝা যায়।

তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। পরীমনি তাঁর সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তাঁর মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মাঝেমধ্যে সন্তানের কারণে চলচ্চিত্রের এই দুই তারকার দেখা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz