শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

কাজে গিয়ে মালয়েশিয়ান তরুণী নিয়ে দেশে ফিরলেন যুবক

  • আপডেট সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২ দেখেছেন :

অনলাইন ডেক্স ||

ভালোবাসার টানে দেশ পেরিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে এসেছেন মালয়েশিয়ার তরুণী স্মৃতিনূর আতিকা (৩০)। মালয়েশিয়া প্রবাসী রিংকু রহমানকে (৩২) বিয়ে করে বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রিংকু রহমান ও তার পরিবারের সদস্যরা ফুল দিয়ে আতিকাকে স্বাগত জানান।

রিংকু রহমান বলেন, ২০১৮ সালে কাজের সুবাদে মালয়েশিয়া গেলে সেখানে স্মৃতিনূর আতিকার সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব এবং পরে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সম্পর্কটি প্রেমে গড়ায়। চলতি বছরের ৩ জানুয়ারি দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়াতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

রিংকু আরও বলেন, আমি ছয় মাসের ছুটিতে বাড়িতে এসেছি, এর মধ্যে তিন মাস পার হয়ে গেছে। আমার সঙ্গে তারও বাংলাদেশে আসার পরিকল্পনা ছিল। আমি দেশে আছি বলে সেও এখানে এসেছে। ছুটি শেষে আমরা একসঙ্গে মালয়েশিয়া ফিরে যাব।

রিংকুর বাবা জিনারুল মল্লিক বলেন, ছেলের পছন্দকে সম্মান জানিয়ে আমরা বিয়েতে রাজি হয়েছি। আমাদের বউমা ভিনদেশি হলেও পরিবারের সবার সঙ্গে মিশে গেছে। ঘরের কাজকর্মও সে নিজেই করছে।

এ দিকে বিদেশি তরুণীর আগমনে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকেই অনেকেই রিংকু রহমানের বাড়িতে ভিড় করছেন মালয়েশিয়ান তরুণীকে এক নজর দেখার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz