বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

মনোহরগঞ্জে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৩ দেখেছেন :

আব্দুল গাফফার সুমন—মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগন এ মতবিনিময় সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও পোমগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. একে এম জাহাঙ্গীর।

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা উল্লেখ করে ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে তিনি তার বক্তব্যে বলেন, সঠিক সময়ে শিক্ষকদের প্রতিষ্ঠানে আগমন এবং প্রস্থানের বিষয়টি অত্যান্ত জরুরি, সঠিক সময়ে পাঠদান ও সিলেবাস শেষ করা, প্রতিষ্ঠানের উপকরণের যথাযথ ব্যবহার যেন করা হয়, শিক্ষার্থীরা যেন হাতে কলমে শিখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে বাড়িতে শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। সামনের বছর যেন নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয় সেজন্য প্রতিযোগীতা থাকতে হবে।

সবশেষে সবাই মিলে উপজেলা শিক্ষার মান উন্নয়নে কাজ করতে সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহবান জানান তিনি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. আব্দুল মতিন, নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষক মো. ইসমাইল হোসেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz