মো. ইসহাক খাঁন
কুমিল্লার দেবিদ্বারে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবিদ্বার উপজেলা শাখা।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবিদ্বার উপজেলার সভাপতি সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর জামায়াতের আমির ফেরদৌস আহম্মেদ এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানা উল্লাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম, মো. তমিজ উদ্দিন, নূরুল হুদা ও মো. জুনায়েদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।