
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন না দেওয়ায় মশাল মিছিল করেছে তার অনুসারী নেতাকর্মীরা। তাদের দাবী ইয়াছিনকে বিএনপির দলীয় মনোনয়ন দিতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে এ মিছিল হয়। এরআগে সন্ধ্যায় নগরীর ধর্ম সাগর পাড়ের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়। এতে শতশত নেতাকর্মী ও সমর্থকরা মশাল হাতে এ মিছিল করেন।
এ বিষয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন সাংবাদিকদের বলেন, গত ১৭ বছর ধরে দলের দুর্দিনে আমি দলটিকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে গেছি। আমার নেতাকর্মীরা আমাকে পাশে পেয়েছে। যারাই মামলা-হামলার শিকার হয়েছেন, তারা সবাই আমাকে বিপদে-আপদে কাছে পেয়েছেন। সেই নেতাকর্মীরা হতাশ। আমার মনে হয় আমার দলের হাইকমাণ্ডে আমার বিষয়ে সঠিক মেসেজটি যায়নি।