মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লার ৯টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে দলটির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জেলার কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) -এই দুইটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। জেলার কেন্দ্রস্থল সদর আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক হুইপ ও তিনবারের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্যদিয়ে দলটির প্রার্থীতা নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান হলো। এদিকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর জেলার সংশ্লিষ্ট আসনগুলোতে দল ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের প্রার্থীর অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি আসনে আনন্দ মিছিল করেছে প্রার্থীদের অনুসারীরা।

ঘোষিত আসন অনুসারে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে চারবারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা সদর দক্ষিণ) আসনে মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি মো. কামরুল হুদাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর অনুভূতি ব্যক্ত করে জেলার কেন্দ্রস্থল কুমিল্লা-৬-সদর আসনের প্রার্থী প্রবীণ রাজনীতিক মো. মনিরুল হক চৌধুরী বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। আমার বাড়ি সদর আসনে। আল্লাহ আমাকে এ আসনে কবুল করেছেন। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাদের  প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপির, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটির প্রতিও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সকলের কাছে দোয়া চাই। সবাইকে নিয়ে একটি বসবাসযোগ্য সমৃদ্ধ কুমিল্লা গড়তে চাই, প্রাচীন জেলা কুমিল্লার হৃতগৌরব ফিরিয়ে আনতে চাই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz