মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লা সীমান্তে মাদকের প্যাকেটে আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল বিজিবি

  • আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১ দেখেছেন :

আল-আমিন কিবরিয়া

কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকের প্যাকেটে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সেক্টর কমান্ডার লে. কর্নেল মীর আলী এজাজ। এরআগে একইদিন ভোরের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় এ অভিযান হয়।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আন্তসীমান্ত অপরাধ দমন, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ পণ্য পাচার রোধে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
লে. কর্নেল মীর আলী এজাজ আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্র, মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করেন। এ সময় টহল দলটি পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz