
আহসান উল্লাহ রাজু, লালমাই
লালমাই উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার লালমাই উপজেলা পরিষদের মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিসিএসআইআর, সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড.মৌসোনা ইসলাম,ঢাকা বিসিএসআইআর, সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ জিয়া উদ্দিন আল মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ।
উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক, জাতীয় যুগ-যুগান্তর ও জেজে টিভি বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত) ইন্জিঃ মোঃ অহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোসাঃ লায়লা আরজুমান বেগম, উপজেলা কৃষি সম্প্রারণ অফিসার মোঃ শাহিন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবিদা সুলতানা,উপজেলা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন,লালমাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,কুমিল্লা কণ্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন,নারী উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগন, সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনীতে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, নারী উদ্যোক্তাদের নিয়ে মোট ১৮ টি স্টল অংশ গ্রহণ করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল স্টলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।