সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

বুড়িচং আলোচিত তুহিন হত্যার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বুড়িচং উপজেলায় আলোচিত তুহিন হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার আসামী শফিউল আলম মানিক (৪২), বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আবুল খায়েরের ছেলে ও তুহিন হত্যা মামলার  প্রধান আসামি বাবুর ছোট ভাই।

রোববার ভোরে সদর উপজেলার শিমপুর গ্রাম থেকে  গোয়েন্দা  পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা  পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, উপজেলা শিক্ষার্থী তুহিন হত্যা মামলার অন্যতম আসামী শফিউল  আলম মানিককে  গ্রেফতারের পর রোববার আদালতে নেওয়া হয়।

পরে বিচারক আবিদা সুলতানা মৌলীর আদালতে তুহিনকে হত্যার ঘটনার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় মানিক।

আদালতে দেওয়া জবানবন্দিতে আসামী মানিক ভিকটিম তুহিনকে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন । তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও তথ্য যাচাই বাছাই এবং আসামী মানিক এর জবানবন্দি অনুযায়ী  ঘটনার সাথে জড়িত অন্যন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলমান আছে।

এদিকে ঘটনার মূল আসামি বাবু যেন দেশত্যাগ না করতে পারে সেজন্য স্থলবন্দর বিমানবন্দর সহ সব জায়গায় জেলা পুলিশের পক্ষ থেকে  নোটিশ দেয়া হয়।

উল্লেখ্য, পূর্ব বিরোধীদের জোরে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তুহিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় তারা। ২৭ অক্টোবর বেলা ১১টায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুহিন কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz