সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়;ড. রশিদ আহমেদ হোসাইনী

  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২১ দেখেছেন :

মো; হুমায়ুন কবির মানিক

সাবেক ডাকসু সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন বাংলাদেশে গণভোট এবং পিআর যত কিছুই বলেন আসলে বাংলাদেশের মানুষ চায় সঠিক স্বচ্ছ  গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন।

শনিবার ( ১ নভেম্বর) বিকেলে লাকসাম বাজারে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন বাংলাদেশে গণভোটের সময়ে এখন আসে নাই, যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না বলে আশঙ্কা করছে তারা নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে  ভন্ডুল  করতে পায়তারে করছে বলে মন্তব্য করেছেন তিনি।

 তিনি জনগনের উদ্দেশ্য আরও বলেন গুজবে কান না দিয়ে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ  বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz