
প্রতিনিধি, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক পুত্র শাহিন মুন্সি (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুারো অব ইনভেটিগেশন (পিবিআই) কুমিল্লা।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।
গ্রেপ্তার শাহিন মুন্সি জেলার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে।
মামলার অভিযোগের বরাত দিয়ে পিবিআই জানায়, চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী এমদাদুল হক মুন্সির প্রথম স্ত্রী তিন বছর আগে মৃত্যু বরণ করলে প্রায় দুই মাস আগে হালিমা বেগম (৩৪) নামে এক নারীকে বিয়ে করেন তিনি। পারিবারিক কলহের জের ধরে গত বুধবার (২৯ অক্টোবর ) দিবাগত রাত ১১টায় নিজ বসত ঘরে সৎ মাকে কুপিয়ে আহত করে এমদাদুল হক মুন্সির ছোট ছেলে শাহিন আলম। আহত হালিমা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরদিন ভোরো মৃত্যু ঘটে তার। এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।
পিবিআই পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, গণমাধ্যমে সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনাটি আমাদের পুলিশ সুপার সারোয়ার আলমের নজরে আসার পর তিনি ঘাতককে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন। তথ্য প্রযুক্তি সহায়তায় আত্মগোপনে থাকা অবস্থায় ঘাতক শাহীন মুন্সিকে গ্রেপ্তার করা হয়৷ পারিবারিক কলহ ও সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার শংকায় ঘাতক শাহীন সৎ মাকে একাই কুপিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে শিকার করেছে। তাকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।