মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

  • আপডেট সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৬ দেখেছেন :

আবদুল গাফফার সুমন, মনোহরগঞ্জ

কুমিল্লার মনোহরগঞ্জের শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদালয়ে চালু হলো সততা স্টোর। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামিরা আজিম দোলা এ সততা স্টোরের উদ্বোধন করেন।
এমন দোকানের মাধমে নিজেদের সততা প্রকাশের সুযোগ পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রয়োজন অনুযায়ী খাতা, কলম কিংবা টিফিনসহ অন্যান্য সামগ্রী নির্ধারিত মূল্যে কেনার স্বাধীনতায় তারা আনন্দিত। অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা বলছেন এটা শুধু জিনিস কেনার জায়গা নয়, এটা নিজের সৎ থাকার পরীক্ষাও। শিক্ষা জীবনের শুরু থেকে সততার আদর্শ বুকে ধারণ করে কর্ম জীবনে এসে দুর্নীতির উধের্ব থেকে রাষ্ট্রীয় কাজে নিজেকে নিয়োজিত করতে চান এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারন সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, বিদ্যালয়ের দাতা সদস্য এডভোকেট নূরুল আলম, অভিভাবক সদস্য আবু তালেব, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহাদাত হোসেন, আমান উল্ল্যাসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষাথীবৃন্দ।
শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন এ দোকানে কোন দোকানদার নেই। একটি দোকানের আদলে শিক্ষার্থীদের সততা শিক্ষা দেওয়াই হ”েছ সততা স্টোরের মুল লক্ষ্য। এটি নতুন প্রজন্মের জন্য এক ধরনের নৈতিক পাঠশালা, যেখানে শিখানো হয় বিশ্বাস আতœ নিয়ন্ত্রণ আর বিবেক জাগিয়ে রাখার শিক্ষা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz