মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

বরুড়ায় জায়গা দখলের বাধা দেয়ায় প্রতিবেশীদের কুপিয়ে জখম

  • আপডেট সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪০ দেখেছেন :

প্রতিনিধি, বরুড়া
কুমিল্লার বরুড়া পৌর এলাকার শুশুন্ডায় জায়গা দখলে বাধা দেয়ায় প্রতিবেশী এক পরিবারের ৪জন নারী পুরুষকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার আহতরা জানিয়েছেন,হামলাকারীরা তাদের বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তারা প্রাণনাশের ভয়ে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়,শশুন্ডা গ্রামের বাবলু রায় ও রিপন সরকার প্রতিবেশী। সিএস ও আরএসে জমি ঠিক থাকলেও রিপন সরকার জালিয়াতির মাধ্যমে বিএসএতে উল্টাপাল্টা করেন। এতে বাবলু রায়দের নামে উঠানো হয় অগুরুত্বপূর্ণ জমি। বাবলু রায়ের বসত ভিটা নিজেদের দাবি করে তাদের উঠিয়ে দিতে চান। এনিয়ে আদালতে মামলা চলছে। বুধবার আবার ভূমি দখলে এলে তারা বাধা দেন। এসময় রিপন সরকার, তার ভাই অঞ্জন সরকার, তাদের চাচাতো ভাই মিঠুন সরকারসহ তাদের ভাড়াটিয়া লোকজন বাবলু রায়, স্ত্রী লাকী রায়, ছেলে পাপ্পু রায়,ভাতিজা প্রহলাদ রায়কে কুপিয়ে পিটিয়ে আহত করেন।
লাকী রায় বলেন,আমার মাথায় কোপ দিয়েছে। ভগবানের দয়ায় প্রাণে বেঁচে আছি। তারা আমার অসুস্থ স্বামী,ছেলে,ভাতিজাসহ কয়েকজনকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে। প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তারা এবিষয়ে মামলা করবেন বলেও তিনি জানান। তারা এবিয়য়ে প্রশাসনের সদৃষ্টি কামনা করেছেন।
এবিষয়ে অভিযুক্ত অঞ্জন রায় বলেন, আমরা হামলা করিনি,তারা আমাদের কয়েকজনকে আহত করেছেন। থানায় অভিযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে সেটা তিনি সাংবাদিকদের জানাবেন না বলেও জানান।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, শুশুন্ডায় জমি নিয়ে বিরোধের বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz