মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় ৪০ সেকেন্ড ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

  • আপডেট সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২১ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করায় ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীকে শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা আদালতের মধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল (৩০ অক্টোবর) থেকে কুমিল্ল ডিবি ও কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি। পরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছি।
গ্রেফতারকৃতরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন, আকরাম হোসেন ওকি (২৮), মো: সাগর (২৪), মোঃ মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০ ), মোঃ ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম(২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গত ৩০ অক্টোবর সকালে দুইটি সিএনজিতে করে ৮ থেকে ১০ জন সদস্য গোপনে নগরীর ঈদগাহ মাঠের সিএনজি স্ট্যান্ড গলিতে ও পার্কের সামনে আসে। এসময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ড ঝটিকা মিছিল করে। পরে আবারশ সিএনজি যোগে পালিয়ে যায়। এ মিছিল সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেফতার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz