মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

কুমিল্লায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩ দেখেছেন :

 

ডেস্ক রিপোর্ট:

“ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান” এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লায় কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন উদীচী কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাকলি দত্ত।

উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী কুমিল্লা জেলা সংসদের উপদেষ্টা লেখক ও গবেষক ড. আলী হোসেন চৌধুরী, উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ সেলিম, নাট্যজন শাহাজাহান চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শফিকুর রহমান, উপদেষ্টা শেখ আবদুল মান্নান, বিনয় সাহিত্য সংসদের সা. সম্পাদক সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুব, উপদেষ্টা প্রদীপ সাহা।

আলোচনা সভায় বক্তারা বলেন, লড়াই ও সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি শোষণমুক্তির কথা বলে এবং সকল অন্যেয়র বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করে আসছে। তাছাড়া উদীচীর জন্মই হয়েছে অন্ধকার সরিয়ে মুক্তির আলোয় জাতিকে উদ্ভাসিত করার লক্ষ্যে। তাই তারা কথা, গান, কবিতা ও নাটক দিয়ে অসাম্প্রদায়িকতার জয়গান করেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেন।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী রুমানা রুমি ও মামুন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। দলীয় ও একক সংগীত পরিবেশন করে উদীচী কুমিল্লা জেলা সংসদের শিল্পীকর্মীরা। নৃত্য পরিবেশন করে নটরাজ নৃত্যাঙ্গণের শিল্পীরা। এছাড়া আমন্ত্রিত স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz