মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ একজন আটক,

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৪ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বিশ্বাসযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (২৯ অক্টোবর  ভোররাতে আনুমানিক ১২টা ৫০ মিনিটে উপজেলার করপাটি মরগাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুর রহিম (পিতা: মৃত আবদুল কুদ্দুস, গ্রাম: করপাটি, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা) কে আটক করা হয়। অভিযান শেষে তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল যথাযথ কাগজপত্র সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার রাখার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz