
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ
কুমিল্লার মনোহরগঞ্জে মিজানুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। ২৬ অক্টোবর রাত সোয়া এগারোটায় উপজেলার ঝলম দক্ষিণ ইউপির শান্তির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় একটি মামলা রুজুর কথা জানায় পুলিশ।
উপজেলা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর রাত সোয়া এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার তাহমিদ বিন ফারুকের নেতত্বে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার ঝলম দক্ষিণ ইউপির শান্তির বাজার এলাকা থেকে মিজানুর রহমান (৩৫) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, নগদ ২৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী গ্রামে। সে ঐ গ্রামের খলিলুর রহমানের ছেলে। আটককৃত আসামীকে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ মনোহরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানোর কথা জানান তিনি।