কুমিল্লার হোমনা উপজেলার পাঁচকিত্তা এলাকার এক কৃষকের ২০শতক জমিতে চাষ করা লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মুরাদনগর উপজেলার ও হোমনা উপজেলার সীমানা ঘেঁষা তিতাস নদীর পাড়ের জমিতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, পাঁচকিত্তা গ্রামের কৃষক ইব্রাহিম মিয়ার নিজেরও নেই কোন জমি। অন্যের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সবজি চাষ করেন তিনি। এ বছরও একটি এনজিওর কাছ থেকে কিস্তিতে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ২০ শতক জমিতে আগাম সবজির চাষাবাদ করেছেন। রবিবার সকালে খেতে গিয়ে দেখেন তার জমির শতাধিক গাছ কাটা। এমন ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ফসলের ক্ষতির উদ্দেশ্যে ঘটানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
কৃষক ইব্রাহিম মিয়া বলেন, কিছুদিন পরেই জমিতে চাষ করা গাছের লাউ গুলো বিক্রয়ের উপযোগী হত। আনুমানিক ২ লক্ষ টাকা বিক্রয় করা যেত চাষ করা লাউ। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন ভেঙে চৌচির।
তিনি আরো বলেন, লাউ চাষ করা জমিটি অন্য এক ব্যক্তি ভাড়া নিতে চেয়েছিলেন। জমিটি ভাড়া নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে এই কাজ করতে পারেন বলে ধারণা তার। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে হোমনা উপজেলার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল হাসান খোলা কাগজকে বলেন, বিষয়টি তার নজরে এসেছে। জমিটি সরেজমিনে পরিদর্শন করবেন। ভুক্তভোগীকে সুষ্ঠু বিচার পাইয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি রিপোর্ট প্রদান করবেন।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা খোলা কাগজকে বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। একজন কৃষকের কষ্ট করে লাগানো গাছের লাউ বিক্রয়ের টাকায় হয়তো তার সংসার চলতো। যে এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তার যেন বিচার হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণ করা হবে।