
প্রতিনিধি, বুড়িচং
কুমিল্লর বুড়িচং উপজেলার নিমসার সোনালী সংঘের উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় নিমসার সোনালী সংঘ “আবার সবুজ হোক পৃথিবী “স্লোগান নিয়ে ২০২৫ ইং স্থানীয় নিমসার উচ্চ বিদ্যালয়, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিমসার তাহেরা বালিকা উচ্চ বিদ্যালয়, নিমসার মডার্ন স্কুল, এবং মাইন কিন্ডার গার্ডেন, নামের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ওই পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায ২ হাজার শিক্ষার্থীর মাঝে পেয়ারা, একআশি, বেলজিয়ামসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
স্কুলের শিক্ষকদের পাশাপাশি বিতরণ কালে উপস্থিত ছিলেন মোঃজহিরুল ইসলাম, মোঃ আবু তাহের, আনিসুর রহমান মাষ্টার, মোঃ নুরুজ্জামান, মোঃ শাহ আলম, মোঃ জাকির হোসেন সাংবাদিক, জিয়া উদ্দিন সুমন, মোঃ আনিসুর রহমান, আমির হোসেন সোহাগ, এম জাকির হোসেন, মাডুম রানা, মোঃ মোয়াজ্জেম হোসেন মৃধা প্রমূখ। এসময় বিদ্যালয় গুলোর সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।