মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

চাঁদপুরে হেযবুত তওহীদ ছাত্রফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮২ দেখেছেন :

মো. আবদুল্লাহ, চাঁদপুর

চাঁদপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা হেযবুত তওহীদ ছাত্রফোরামের আয়োজনে ২৫ অক্টোবর শনিবার সকাল ১১টায় শহরের রসুইঘর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা আঞ্চলিক ছাত্রফোরামের সাহিত্য সম্পাদক অনামিকা তাপসীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা হেযবুত তওহীদ ছাত্রফোরামের আহ্বায়ক তাসমিয়া বিনতে খোকন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ ছাত্রফোরামের কুমিল্লা আঞ্চলের আহ্বায়ক মো. রিপন হোসেন।
তিনি বলেন, “তওহীদের শিক্ষা কেবল নামাজ, রোজা বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এই শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, ও মানবিকতার পথে পরিচালিত করে। আজকের তরুণ প্রজন্মই হলো আগামী দিনের রাষ্ট্রনির্মাতা। যদি তারা তওহীদের এই চেতনায় জাগ্রত হয়, তবে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর হয়ে ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। হেযবুত তওহীদ সেই আন্দোলনেরই নাম, যা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা বহন করে।”

তিনি আরও বলেন, “আজ যখন বিশ্বের বহু দেশে মানবতা বিপন্ন, তখন তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে সঠিক দিকনির্দেশনা নিয়ে। জ্ঞান, আদর্শ ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে উঠলে তারাই হবে পরিবর্তনের পথপ্রদর্শক।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক রেদোয়ান হাসান রিজভী, নোয়াখালী জেলা আহ্বায়ক সাজিদ মাহমুদ, নোয়াখালী জেলা ছাত্রফোরামের সহকারী নিসাত সালসাবিল।

বক্তারা তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ধারণার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সমাজে বিভেদ, চরমপন্থা ও অন্যায়ের মূল কারণ হলো মানুষের চিন্তা ও মূল্যবোধ থেকে তওহীদের বাস্তব শিক্ষা হারিয়ে যাওয়া।
তরুণ সমাজ এই শিক্ষা ধারণ করতে পারলেই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সহজতর হবে।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি তাসমিয়া বিনতে খোকন বলেন, “হেযবুত তওহীদের লক্ষ্য কেবল একটি তাত্ত্বিক বিষয় নয়; এটি বাস্তব পরিবর্তনের আহ্বান।
আমরা ছাত্র সমাজ হিসেবে জ্ঞান ও তওহীদের আলোয় নিজেদের গড়ে তুলে অন্যায়ের বিরুদ্ধে আলোর প্রদীপ জ্বালাতে চাই। এই চেতনায় গড়ে উঠা প্রতিটি তরুণই হবে আগামী দিনের নেতৃত্বের ভিত্তি।”

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন চাঁদপুর জেলা ছাত্রফোরামের সদস্য রুজিনা আক্তার।

এ সময় জেলার বিভিন্ন উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে সকলের অংশগ্রহণে দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz