
মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রাম থেকে বিয়ের আগের দিন রাতে ইব্রাহিম নামে এক বরের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ ইব্রাহিমের পিতা মনিরুল ইসলাম ভূইয়া বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এজাহার সুত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর-২০২৫ রাতে বাড়ী থেকে বের হয়ে শাকতলা জামে মসজিদে নামাজ পড়েতে যায়, নামাজের যাওয়ার পর এক মাইক্রোবাসে করে ভিক্টিমকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে মাইক্রোবাসটির পিছু পিছু গেলেও আর খুজে পাওয়া যায়নি, পরবর্তীতে ঘটনার পরের দিন একটি মোবাইল নাম্বার থেকে মোসাঃ মাজিয়া আক্তার নামে এক মহিলা ফোন দিয়ে জানায় যে, ভিকটিম ইব্রাহিম তার হেফাজতে আছে যদি তার সাথে বিয়ে মেনে নেওয়া হয়, তাহলে তাকে পৌছে দেওয়া হবে৷ নিখোঁজ বর ইব্রাহিমের সাথে শুক্রবার বারুর গ্রামের দেলোয়ার হোসেন জাফরীর মেয়ের বিয়ের আয়োজন চলছিল৷
ভিক্টিমের পিতা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে ঐ মেয়ে আমার ছেলেকে অপহরন করেছে৷ আমি যে কোনো উপায়ে আমার ছেলেকে অক্ষত ফেরত পেতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি৷
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, ভিক্টিমের পিতার অভিযোগ পেয়েছি৷ তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে৷