
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসার গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম একেএম ফজলুল হোসেন (নোয়াব আলী) স্যারের সহধর্মিণী, দেবিদ্বার পোষ্ট অফিসপাড়া একেএম ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেনের মমতাময়ী মা পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
বৃহস্পতিবার দুপুরে মরহুমার মরদেহ নিজ গ্রাম দেবিদ্বারের গৌরসারে আনা হয়। পরে বিকাল ২টায় গৌরসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গৌরসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমা ছিলেন ছয় পুত্র সন্তানের জননী। তাঁর সন্তানদের মধ্যে একজন বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আরেকজন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক মো. জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার ফরদাবাদ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, যিনি একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত।
জানাজায় অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সমাজকর্মী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেয়াজ উদ্দিন পাইলটিয়ানস অ্যাসোসিয়েশনের সদস্য এবং অসংখ্য শুভানুধ্যায়ী।
এ সময় অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, আমার মা ছিলেন একজন আদর্শ মা, শিক্ষানুরাগী ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ নারী। আমাদের পরিবারের প্রতিটি সাফল্যের পেছনে তাঁর ত্যাগ, ভালোবাসা ও নৈতিক শিক্ষারই অবদান।
দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলটিয়ানস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।