
প্রতিনিধি, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে পুলিশ সদস্যকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন বিল্লু ও জালাল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২০ অক্টোবর) ভোরে দেবিদ্বার থানা ও কুমিল্লা ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার বিল্লাল হোসেন বিল্লু দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। অপর আসামি জালাল উদ্দিন চাঁপানগর গ্রামের আবু তাহেরের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের পুলিশ সদস্য আবু কাউসার ১ অক্টোবর তার চাচি আমেনা বেগমের সঙ্গে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে জমি দেখতে যান। জমি পছন্দ হলে তাকে কৌশলে পাশের একটি মাদ্রাসা ভবনের পঞ্চম তলায় নিয়ে গিয়ে রুমে আটকে রাখা হয়। এরপর কাউসারের সাবেক স্ত্রী তাছলিমা আক্তার, চাচি আমেনা বেগম এবং স্থানীয় যুবক হেলাল, কামাল, বিল্লু ও জালাল তাকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
কাউসার বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা দিতে পারলেও বাকি দেড় লাখ টাকা না দেওয়া পর্যন্ত প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার চার দিন পর, ৪ অক্টোবর, পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী ইশরাত জাহান বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাইনউদ্দিন খোলা কাগজকে বলেন, ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর এলাকা থেকে বিল্লু ও জালালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদস্যের কাছে চাঁদা দাবির মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।