
আল-আমিন কিবরিয়া
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় ১৬ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা ডিবি পুলিশ, র্যাব ও কোতয়ালী থানা পুলিশ সোমবার (২০ অক্টোবর) সকালে ও গতকাল রোববার (২০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ও বুড়িচং উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে পিস্তল হাতে ভাইরাল ছবির কিশোর গ্যাং সদস্য আবরারকে গ্রেফতার করা গেলে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: মহিনুল ইসলাম বলেন, সোমবার দুপুর সাড়ে ৩ টার পরে গ্রেফতার ১৭জনকে কুমিল্লা আদালতের মধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ঘটনার পরপরই অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাব। অভিযানে মূলহোতাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়ছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব।
জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার পর কলেজে উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীন সিফাতের সঙ্গে কথাকাটি হয়। এঘটনার সময় সিফাত ফাহাদকে হামলা করে এবং জিসানকে মারধরের হুমকি দেয়। পরে ফাহাদ ও সিফাতের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সিফাত তার বিভিন্ন কলেজে থাকা বন্ধুদের কল দিলে তারাও সিফাতের সঙ্গে এসে যোগ দেয়। বেলা ১২ টার কিছু সময় পর কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু হলে সিফাত ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা করে। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ হাতে ধারলো রামদা নিয়ে অন্য তরুণদের দৌড়াচ্ছে। এসময় এক তরুণদের হাতে পিস্তল দেখা যায়। তবে তার চেহারা ভিডিওতে দেখা যাচ্ছিলো না। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাওয়া ঐ তরুণ সিফাত বলে জানা গেছে। এদিকে ঘটনায় আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান নামে এক জনের অবস্থা আশংকাজনক।