কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে শশীদল উত্তর এলাকা থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. কাউছার (৩০) নামের একজনকে আটক করা হয়।
সোমবার সকালে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে এসআই মেহেদী হাসান জুয়েল, এএসআই সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানে শশীদল উওর এলাকার পুকুর পাড় বাঁশের জার থেকে ৪০ কেজি এবং স্থানীয় মেম্বার নুরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ৬০ কেজি গাঁজার উদ্ধার করা হয়।
আটক মো. কাউছার উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড় থেকে কাউছারকে গাঁজাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে শুকানোর জন্য রাখা অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন,  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।