মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

২০ অক্টোবর হাসনাতের ডাকা কুমিল্লা-সিলেট ‘মহাসড়ক ব্লকেড’ কর্মসূচি স্থগিত

  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৯ দেখেছেন :

প্রতিনিধি, দেবিদ্বার

‘অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি দেবিদ্বার নিউমার্কেট এলাকার রাস্তার কাজ শুরু না হয়, পরদিন দুপুর ২টার পর থেকে ওই রাস্তা দিয়ে একটি গাড়িও চলতে দেওয়া হবে না। এমনকি ওই রাস্তায় ধান ও মাছ চাষ করা হবে’—সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর এমন একটি অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর সড়কটি পরিদর্শনে আসেন কুমিল্লা সওজ-এর নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।

পরে তিনি জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশের সংস্কার কাজ সম্পন্ন করা হবে। এর প্রেক্ষিতে ২০ অক্টোবরের মহাসড়ক ব্লকেড কর্মসূচি স্থগিত করা হয়।

রবিবার দুপুরে স্থানীয় একটি হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এনসিপি দেবিদ্বার উপজেলার যুগ্ম-সমন্বয়কারী শামীম কাউছার। এর আগে বেলা ১১টার দিকে পৌরসভার ফুলগাছতলা থেকে নিউমার্কেট পর্যন্ত ভাঙা ও খানাখন্দে ভরা সড়কটি পরিদর্শন করেন সওজ কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মেরা. সাইদুর রহমান, বিল্লাল হোসেনসহ স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ।

সড়ক পরিদর্শন শেষে খন্দকার গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, “আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবিদ্বার অংশের ফুলগাছতলা থেকে নিউমার্কেট পর্যন্ত ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে ২৪ ফুট প্রশস্তে ২৫২ মিটার সড়কের ঢালাইয়ের কাজ করা হবে। এরই মধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা (ফুলগাছতলা), দেবিদ্বার নিউমার্কেট ও ভিংলাবাড়ি—এই পাঁচটি স্থানের জন্য ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে সড়ক সংস্কারে পাঁচ ভাগে টেন্ডার আহ্বান করা হয়েছে। এর মধ্যে বারেরা (ফুলগাছতলা) ও নিউমার্কেট এলাকার জন্য ৫ কোটি টাকা, অন্যান্য স্থানের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং করা হলেও দেবিদ্বার অংশের জন্য কোনো ঠিকাদার দরপত্র জমা দেননি। তাই আরও একবার টেন্ডার ড্রপিংয়ের সময় দিতে হবে, যাতে আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ শুরু করতে পারি।”

তবে কংশনগর এলাকা সংস্কারে (২০৪ মিটার সড়ক ঢালাইয়ে ৩ কোটি টাকা বরাদ্দে) ঠিকাদার পাওয়া গেছে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, “গত ৬ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সওজ প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানের মধ্যে হওয়া কথোপকথনের ২ মিনিট ৩ সেকেন্ডের একটি অডিও ক্লিপ গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে এ কাজ সম্পন্ন করব, তাই কিছুটা সময় লাগবে।”

পরে দুপুরে দেবিদ্বার উপজেলা এনসিপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতা শামীম কাউছার বলেন, “যেহেতু সওজের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন, সেহেতু আমরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পরামর্শে তাদের প্রক্রিয়া সম্পন্ন করতে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। আপাতত ব্লকেড কর্মসূচি স্থগিত করা হলো।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz