মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

কুমিল্লায় ডিগ্রি কলেজের সভাপতির পদে সনদ জালিয়াতি, দায়িত্ব থেকে অব্যাহতি

  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭২ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সাবিনা আফরোজের মাস্টার্সের সনদ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সভাপতি মনোনীত করতে নতুন করে তিন জনের নাম প্রেরণ করতে নির্দেশ দিয়েছেন। শনিবার কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের সর্বশেষ গভর্নিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সরকারি নির্দেশনা মোতাবেক সম্প্রতি কলেজের এডহক কমিটি থেকে পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এতে কলেজের প্রতিষ্ঠা আমির হোসনের ছেলে জিয়াউল হাসান মাহমুদের স্ত্রী সাবিনা আফরোজকে মনোনীত করা হয়। এ নিয়ে এলাকার একটি পক্ষ আপত্তি জানায়। তবে বিপত্তি দেখা দেয় সাবিনা আফরোজের শিক্ষাগত সনদ নিয়ে। কমিটির কাগজপত্রের সাথে জাতীয় বিশ্বিবিদ্যালয়ে দাখিল করা তার সনদ পত্রটি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে “মাস্টার্স অব আর্টস ইন ইসলামিক স্টাডিজ এন্ড দাওয়াহ” ডিগ্রিধারী হিসেবে দেখনো হয়। পরে অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সনদ যাচাই করতে জাতীয় বিশ^বিদ্যালয়ে চিঠি প্রেরণ করেন।

গত ১৬ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয় ‘কলেজ গভর্নিং বডির সভাপতি সাবিনা আফরোজের দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত মাস্টার্স অব আর্টস ইন ইসলামিক স্টাডিজ এন্ড দাওয়াহ এর সনদটি জাল। তাই তাকে এ পদ থেকে অব্যহতি দিয়ে নতুন সভাপতি মনোনয়নের লক্ষ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনজনের নাম বিশ্ববিদ্যালয়ে প্রেরণের নির্দেশ দেওয়া হলো।’

সনদ জালিয়াতির অভিযোগের বিষয়ে সাবিনা আফরোজের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।

কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম  বলেন, ‘গত ১৭ জুলাই থেকে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে সাবিনা আফরোজ দায়িত্ব নেন। তার শিক্ষাগত যোগ্যতার সনদ নকল বলে জাতীয় বিশ^বিদ্যালয় চিঠিতে জানিয়ে নতুন সভাপতি মনোনীত করতে নির্দেশ দিয়েছেন। এখন সেই প্রক্রিয়ায় কাজ চলছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি সভাপতি থাকাকালীন সময়ে নিয়ম অনুযায়ী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করি। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে সভাপতির শিক্ষাগত সনদ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চিঠিতে জানানো হয়েছে সনদটি নকল। এখন বিধি মোতাবেক নতুন সভাপতি মনোনীত করবে জাতীয় বিশ^বিদ্যালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz