
প্রতিনিধ, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশের নর্দমা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ফয়েজ আহমেদ নামে এক ব্যবসায়ী অসুস্থ রোগীকে নিয়ে জরুরি বিভাগে এলে সেখানে তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জরুরি বিভাগের জানালার পাশে ড্রেনের পানি জমে সৃস্ট নর্দমায় উপুড় হয়ে পড়ে থাকা নবজাতকের অর্ধগলিত মরদেহ দেখতে পান তিনি।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল কাউছার বলেন, ‘আজ ডিউটিতে আসার পর থেকেই অনেক দুর্গন্ধ পাচ্ছিলাস কিন্তু ব্যাস্ততার কারনে উৎসের খোঁজ করিনি। পরে এক ব্যক্তি জানালার পাশের ড্রেনে নবজাতকের গলিত মরদেহ দেখতে পান। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরা ও রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে।
তবে আমাদের কিছু সিসি ক্যামেরা নস্ট হয়ে রয়েছে। রেজিস্টারের আওতায় কোনো নবজাতক এভাবে ফেলে দেয়ার সুযোগ নেই। আমরা বিষয়টির সবদিক তদন্ত করে দেখছি।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনুদ্দিন বলেন, “নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। রহস্য উদঘাটন হলে বিস্তারিত জানাবো।